করাচী বিমানবন্দর জঙ্গিমুক্তঃদায়িত্ব স্বীকার করলেন তালেবান

    0
    218

    আমারসিলেট24ডটকম,০৯জুনঃ পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আজ সোমবার জানিয়েছে, তারা করাচী বিমানবন্দরজঙ্গিমুক্ত করেছে। বিমানবন্দরটি অবরুদ্ধ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর তারা এটিজঙ্গিমুক্ত করলো। বিমানবন্দরে ওই হামলার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়।পাকিস্তানের আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স-এর মুখপাত্র সিবতাইন রিজভিসাংবাদিকদের বলেন, ‘করাচী বিমানবন্দরে আমাদের অভিযান শেষ এবং আমরা এলাকাটিজঙ্গি মুক্ত করেছি।’

    উল্লেখ্য,পাকিস্তানি তালেবান সোমবার করাচী বিমানবন্দরে হামলার দায়িত্ব স্বীকারকরেছে। তাদের প্রয়াত নেতা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর প্রতিশোধ নিতেইতারা এ হামলা চালায় বলে জানা যায়।হাকিমুল্লাহ মেহসুদগত নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
    তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ এএফপিকে বলেন, ‘আমরা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর প্রতিশোধ নিতে করাচী বিমানবন্দরে হামলাচালিয়েছি।’ তিনি পাকিস্তান সরকারের সাম্প্রতিক শান্তি আলোচনার প্রস্তাবনাকচ করে দেন। সুত্রঃবাসস।