কাকলী মালাকারকে অপহরণের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

    0
    215

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জুন,এস কে দাস সুমনঃ   মৌলভীবাজারের কুলাউড়ার নবম শ্রেনীতে পড়–য়া কাকলী মালাকার টপি (১৪) কে অপহরণের প্রতিবাদে ও দ্রুত উদ্ধারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল।

    বুধবার সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে তরুন সনাতনী সংঘ (টিএসএস) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে একাত্তত্বা পোষন করেন হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ, ত্রিপুরা কল্যান সংষদ, নাগরদোলা থিয়েটারসহ উপজেলার বিভিন্ন সংগঠন।

    টিএসএস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শম্ভু সরকার রবিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বোদ্ধ ক্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল, হিন্দু বোদ্ধ ক্রিস্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ইপা বড়–য়া,  দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জলি পাল, টিএসএস মৌলভীবাজারের উপদেষ্টা প্রিতম দত্ত, টিএসএস শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সৌরভ আদিত্য প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, ন্যক্কারজনক এ ঘটনা এলাকাবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও পুলিশ এখনো স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

    এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। অপহরণের দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান আসামির মা ও বোনকে বাড়িতে পেলেও তাঁদের ছেড়ে চলে আসে। ওই দিন তাঁদের ধরে থানায় নিয়ে গেলে অপহরণের ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যেত। এখন মামলা হওয়ার পর থেকে ওই পরিবারের সব সদস্য পলাতক। স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের জোড় দাবী জানান।