কানাইঘাট নূনছড়া-কালিজুরী ব্রীজের ভিত্তিপ্রস্তর বৃহস্পতিবার

    0
    236

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর,কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের বহু প্রতিক্ষিত সীমান্ত এলাকার সুরইঘাট-লোভাছড়া জি.সি. সড়কের পাথর কোয়ারী পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার নূনছড়া ও কালিজুরি নদীর উপর অবশেষে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার লোকজন উক্ত রাস্তার সড়ক যোগাযোগের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কালিজুরি ও নূন নদীর উপর ব্রীজ না থাকায় যাতায়াত ক্ষেত্রে দুর্ভোগের শিকার হতেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার সীমান্ত এলাকার মানুষের প্রাণের দাবী উক্ত সড়কের উন্নয়ন এবং দুটি নদীর উপর ব্রীজ নির্মাণের প্রতিশ্র“তি প্রদান করলে এলাকার লোকজন তাকে বিপুল ভোট দেন। অবশেষে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ হওয়ার পথে। আগামী বৃহস্পতিবার সাংসদ হাফিজ আহমদ মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এলজিইডির অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কালিজুরী ও নূন নদীর উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এলজিইডির প্রধান প্রকল্প কর্মকর্তা পি কে চৌধুরী, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। স্থানীয় লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি আ’লীগের উদ্যোগে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালনের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, সুরইঘাট ও লোভাছড়া রাস্তার উন্নয়নের জন্য গত বছর ৫০ লক্ষ টাকার মাটি ভরাটের কাজ এবং ১ কিলোমিটার পাকাকরণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।