কানাইঘাটে বিজিবির অভিযানে সুপারীসহ পিকআপ আটক

    0
    192

    আমারসিলেট24ডটকম,নভেম্বর,বদরুল ইসলামঃ কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের জোয়ানরা চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় একটি মিনি টাটা পিকআপসহ আনুমানিক ৮শ কেজি পঁচা শুকনো সুপারী আটক করছে। জানা যায়, গতকাল শনিবার আনুমানিক দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুরইঘাট বিজিবি ক্যাম্পের হাবিলদার হানিফের নেতৃত্বে বিজিবি জোয়ানরা সীমান্তের কাঠালতলা এলাকার ১৩১০নং মেইন পিলারের পাশ দিয়ে ভারতে পাচারের সময় বেশ কিছু বস্তায় মজুদ রাখা ৮শ কেজি সুপারীসহ পিকআপটি আটক করেন।

    এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে সুরইঘাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি ৮শ কেজি সুপারিসহ একটি পিকআপ আটকের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত সুপারি কাষ্টম অফিসে পাঠানো হবে।

    জব্দকৃত সুপারীর কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। উল্লেখ্য যে, সুরইঘাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার থাকায় চোরাচালানী তৎপরতা অনেকটা কমে গেছে। তারপরও বিজিবির চোখ ফাঁকি দিয়ে মাঝে মধ্যে এ ধরণের ঘটনা ঘটে থাকে।

    বিভিন্ন সূত্রে জানা গেছে আটককৃত সুপারির মালিক সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারী বদাই মিয়া ও আহমদ মোল্লা নামে জনৈক ব্যক্তি।