বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে দেয়া হবে না:বাদশা

    0
    208

    আমারসিলেট24ডটকম,নভেম্বরঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে দেয়া হবেনা। বর্তমান সরকার মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করছে। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের সাথে জোট বেধেছে। বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ। এই সরকারের টার্গেট ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়ার চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত এখন তারাই বাংলাদেশকে প্রশংসা করছে। এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আরও বলেন, বিএনপির মদদে জামাত নেতারা মন্ত্রী হায়ে স্বাধীন দেশের পতাকা উড়িয়ে গাড়িতে চড়েছে। বর্তমান সরকার জঙ্গি দমনে বদ্ধ পরিকর। আর এ দেশে জঙ্গি উত্থান ঘটাতে দেওয়া হবে না। তিনি আজ ৮ নভেম্বর মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশের ওয়ার্কয়ার্স পার্টি মাদারীপুর জেলা শাখার কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    পার্টির মাদারীপুর জেলা কমিটির সভাপতি ডাঃ আলাউদ্দিন সিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল কবির খোকন, আজাহার বেপারী, এ্যাড. সেখ মো: লাকিতুল্লাহ, কমরেড কামরুজ্জামান পাপ্পু, আঃ হাই মুন্সি প্রমুখ। বক্তারা আগামী ২৯ নভেম্বর ঢাকায় ওয়ার্কার্স পার্টি মহা সমাবেসে যোগদানের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন। কর্মীসভা পরিচালনা করেন ওয়ার্কয়ার্স পর্টি মাদারীপুর জেলা শাখার সধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন মাতুব্বার।