কাবাডি বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলার দাপুটে জয়

    0
    321

    আমার সিলেট টোয়েন্টিফোর ডটকম,ক্রীড়া প্রতিবেদক,০৯অক্টোবর:পুরো বিশ্বজুড়ে এতদিন ধরে রাজ করছিল ক্রিকেট,ফুটবল কিংবা হকি।বিশ্বজুড়ে বিশ্বকাপ ক্রিকেট কিংবা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয় ১০০ দিন গুনা থেকেই।
    তবে বিশ্ববুকে আরেকটি জনপ্রিয় খেলা যে কাবাডি বিংবা হাডুডু বিশ্বের কয়জন ক্রীড়াপ্রেমী জানে এই খেলার নাম?কয়জনে জানে এই খেলার জন্মগাথা??কয়জনে জানে এই খেলার প্রচলন করেছে কারা??বিশ্বক্রীড়ায় কাবাডি খেলার প্রচলন কিংবা আবিষ্কারক হল বাংলাদেশ।আর তাই বাঙালীদের জাতীয় খেলাই হচ্ছে কাবাডি।এই কাবাডি খেলাকে বিশ্বে জনপ্রিয় করে তোলার লক্ষে ভারতীয় নানান রকম কাউন্টি কাবাডি লিগ আয়োজন করে আসছিল।আর এবারই প্রথম ভারতীয়দের দারূণ প্রচেষ্টা ও বিশ্ববাসীর সহযোগিতায় ভারতের আহমেদাবাদে ০৭ ই অক্টেবর প্রথমবারের মতো অায়োজন করা হয় কাবাডি বিশ্বকাপ।
    ০৮ অক্টোবর শনিবার বেলা আড়াইটায় কাবাডি বিশ্বকাপে ভারতের আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় কাবাডির জনকরা।শুরু থেকেই দাপটের খেলে পুরো ম্যাচ নিয়ন্ত্রনে রাখে বাংলাদেশ।প্রথমার্দ শেষ করে ২৩-৯ পয়েন্টে এগিয়ে থেকে।দ্বিতীয়া আরোও আক্রমনাত্নক খেলা উপহার দেয় বাংলাদেশ।৩৪ রেইড পয়েন্ট,৯ ট্যাকল পয়েন্ট,৬ অলআউট পয়েন্ট ও অতিরিক্ত ৩ পয়েন্ট সহ ৫২ পয়েন্ট নিয়ে প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
    এদিকে স্বাগতিক ভারতকে ৩৪-৩২ পয়েন্টে হারিয়ে গ্রুপের ২য় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।