কালিয়ায় বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালিত

    0
    402

    নড়াইল প্রতিনিধিঃনড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালিয়া উপজেলার চাঁচুড়ি-পুরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে চাঁচুড়ি-পুরুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

    সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা আওয়ামীলীগের নেতা ও শোকসভা প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ প্রমূখ। প্রধান অতিথি সংসদ সদস্য কবিরুল হক মুক্তি তার বক্তব্যে অবিলম্বে জাতির জনকবঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

    তিনি জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিনত করে আওয়ামীগের সকল নেতা-কর্মিদের ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মি উপস্থিত ছিলেন। পরে গণ ভোজ অনুষ্ঠিত হয়।