কাস্ত্রোর মুত্যৃতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর গভীর শোক

    0
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬নভেম্বরঃফিদেল কাস্ত্রোর মুত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আলহাজ্জ মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো ৯০ বছর বয়সে মারা যান। তার ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এ কথা বলেন।

    প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো  বলেন, কিউবার বিপ্লবের প্রধান কমান্ডার আজ সন্ধ্যা ২২:২৯ মিনিটে (গ্রীনিচমান সময় শনিবার ৩:২৯) মারা যান।

    তার মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে পড়েছেন কিউবার জনগণও। ফিদেল না থাকলেও, তার চেতনা বহন করে চলার কথা জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ।

    গত আগস্টে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায়। এর আগে গত এপ্রিলে কমিউনিস্ট পার্টির সম্মেলনে ভাষণ দেন তিনি। ১৯৫৯ সালে  ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে গণবিপ্লবের মধ্য দিয়ে, মার্কিন সমর্থিত বাতিস্তা সরকারের পতন ঘটে।

    পরে প্রজাতন্ত্রিক কিউবার প্রধানমন্ত্রী হন  ফিদেল কাস্ত্রো। সে থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ও পরে ১৯৭৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন কাস্ত্রো।