কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়

0
87
কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়

আমার সিলেট ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এ বছরে ঈদুল ফিতরের ১৯৭তম ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়।
অন্যান্য বারের ন্যায় এবারও জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
ঈদের মাঠের প্রস্তুতি, মুসল্লিদের প্রতি নির্দেশনা এবং নিরাপত্তা বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ অবগত করানোর জন্য রোববার (৭ এপ্রিল) শোলাকিয়া ঈদগাহে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং র‍্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক মো. মহিবুদ্দিন খন্দকার।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বরাবরের মতো এবারও দূরের মুসল্লিদের ঈদ জামাতে যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন সকালে ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আগের দিনে দূরবর্তী স্থান থেকে আসা মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। মুসল্লিদের টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে মাঠে প্রবেশের জন্য নিষেধ করা হয়েছে।
জানা যায়, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলে তিনি জানান।