সৌদিতে চাঁদ দেখা না যাওয়াই বুধবারে পবিত্র ঈদুল ফিতর

0
62
সৌদিতে চাঁদ দেখা না যাওয়াই বুধবারে পবিত্র ঈদুল ফিতর

আমার সিলেট ডেস্ক: আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৭ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের অনলাইনে বলা হয়, “আজ সউদী আরবের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।”ফলে এবারের রোজা মঙ্গলবারে ৩০ টি পূর্ণ হবে।

আজ সউদীআরবে চাঁদ দেখা না যাওয়ার অর্থ হচ্ছে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী পরশুদিন বুধবার (১০ এপ্রিল-২০২৪ ইং)।
সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হওয়ার সম্ভাবনা এর পরের দিন বৃহস্পতিবার ১১ এপ্রিল।

সৌদির চাঁদ দেখার দায়িত্বে থাকা প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি পূর্বেই জানিয়েছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা খুব কঠিন হয়ে যাবে।

সৌদি আরবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ঈদের ছুটি পাবেন ১৩ এপ্রিল পর্যন্ত। মোট ৫ দিন।

অপরদিকে আর দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেয়েছেন ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য,চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ পালনের সম্পূর্ণ বিষয়টি।