কোম্পানীগঞ্জে প্রিমিয়ারলীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

    0
    197

    আমারসিলেট24ডটকম,১৬অক্টোবরঃ কোম্পানীগঞ্জে কালাইরাগ প্রিমিয়ার লিগ (কেপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংধনু সুপার কিংস। গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রংধনু সুপার কিংস চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স কালাইরাগ। খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কালাইরাগ সূর্যোদয় ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

    কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও যুব নেতা গিয়াস উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামছুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন, সদস্য সচিব আব্দুল আলীম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, সাংবাদিক আবিদুর রহমান, ইউপি সদস্য জালাল উদ্দিন, রাহেলা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন, জৈন উদ্দিন, মোস্তফা আহমদ কাছা, চাঁন মিয়া প্রমুখ।

    খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন করিম, সর্বোচ্চ রান সংগ্রাহক ইসলাম উদ্দিন, সর্বোচ্চ উইকেট শিকারি ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন রুবেল।

    কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সদস্য নুর আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের তান্ডবে ঐতিহ্যবাহি কালাইরাগ এলাকাটি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কালাইরাগ মন্দির নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে মসজিদ, বাড়িঘরসহ কালাইরাগ বাজার হুমকীর মুখে পড়েছে। এছাড়া কালাইরাগ খেলার মাঠটি যেকোনো সময় নদী ভাঙ্গনের কবলে পড়তে পারে। তিনি বোমা মেশিনের কবল থেকে কালাইরাগ খেলার মাঠসহ কালাইরাগ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।