কোম্পানীগঞ্জে সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

    0
    205

    আমারসিলেট24ডটকম,২১অক্টোবর,আবুল হোসেনঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের এক আপীল অফিসারের বিরুদ্ধে অনিয়ম-দূনীতি ও ঘুষ বানিজ্যের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। টাকার বিনিময়ে একজনের ভূমি অন্যের নামে রেকর্ড করে দেয়া তার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ‘দূর্নীতিবাজ’ ওই আপীল অফিসারের নাম সুজন কান্তি দাশ। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাল জরিপি ৬৭নং দলইরগাঁও মৌজার আপীল অফিসার পদে কর্মরত।

    সম্প্রতি দলইরগাঁও গ্রামের মাওলানা আব্দুল হাইয়ের পুত্র আনোয়ারুল হক মানিক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা পরিচালক ও দূর্নীতি দমন কমিশন দূদকের চেয়ারম্যান বরাবরে এ অভিযোগ প্রেরন করেন।

    অভিযোগে প্রকাশ, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এসএ রেকর্ডীয় ১৭ নং দলইরগাঁও মৌজার ৬৮নং খতিয়ানের ২২১০ দাগের ভূমির মালিক ছিলেন সাজিনা বিবি। সাজিনার মৃত্যুর পর তার ওয়ারিশগনের কাছ থেকে ওই দাগের ৮শতক ভূমি খরিদ করেন একই মৌজার আনোয়ারুল হক মানিক ও তার ভ্রাতাগন।

    তার ওই ভূমি তাদের নামে নামজারী দাখিলা ৬৮/১ নং খতিয়ান খোলে সন সন সরকারী খাজনা আদায় পূর্বক ভোগদখল ও ভোগ ব্যবহার করে আসছেন। হাল জরিপি বোজারতের আপত্তি মামলায়ও তাদের নামে রেকর্ডের আদেশ হয়স। এর বিরুদ্ধে আপীল (নং-৪৩৩৭/১৪ ও ৫৭৪০/১৪) করে বসেন এসএ রেকর্ডীয় মালিক সাজিনা বিবির ভাইপোগন।

    শুনানী শেষে আপীল অফিসার সুজন কান্তি দাশ আনোয়ারুল হকদের নামে রেকর্ড আদেশ বহাল রাখতে তাদের কাছে ২০হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দানে অপরগতা প্রকাশ করায় আপীল অফিসার সুজনকান্তি দাশ তাদের প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সাজিনা বিবির ছেলে মেয়ে বাদ দিয়ে ভাইপোদের নামে ওই ভূমির রেকর্ড করে দেয়ার আদেশ দেন।

    আনোয়ারুল হক পৃথক আবেদনে আপীল অফিসার সুজন কান্তি দাশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ওই ভূমির রেকর্ড আদেশ তাদের নামে বহাল রাখার দাবি জান্না।

    আপীল অফিসার সুজন কান্তি দাশ গনমাধ্যম কর্মীদের কাছে ঘুষ গ্রহনের অভিযোগ মিথ্যা দবি করে তা সম্পূর্ন অস্বীকার করেন।