কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

    0
    228

    আমারসিলেট24ডটকম,১৮অক্টোবর,আবুল হোসেনকোম্পানীগঞ্জ প্রেসক্লাবের এক জরুরী সভা গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট আম্বরখানাস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলীমের পরিচালনায় জরুরী সভায় প্রেসক্লাবের সংবিধান প্রণয়ন, সদস্য অন্তর্ভূক্তি, উপদেষ্টা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থ সচিব আবিদুর রহমান, সদস্য উমর ফারুক, হাফিজুল হক, দিলোয়ার হোসেন, মইন উদ্দিন মিলন, সোহেল রানা প্রমুখ।

    সভায় প্রেসক্লাবের খসড়া সংবিধান অনুমোদন করা হয় এবং প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তির জন্য ২০ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সদস্য ফরম গ্রহণ ও জমাদানের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া আবেদন ফরম বাছাই ২৮ থেকে ৩০ নভেম্বর এবং ৩১ নভেম্বর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহীদেরকে প্রেসক্লাবের নির্ধারিত আবেদন ফরম কোম্পানীগঞ্জ উপজেলা সদরস্থ সাইফুর মাল্টিমিডিয়া ও সিলেট আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজ থেকে সংগ্রহ ও জমা করা যাবে। আগামী ৩১ অক্টোবর প্রেসক্লাবের পরবর্তী সভা আহবান করা হয়েছে। সভায় এমসি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ কর্তৃক বাংলা নিউজের সিলেট প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।