খালেদার সঙ্গে বৈঠক কারী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থাঃপ্রধানমন্ত্রী

    0
    227

    আমারসিলেট24ডটকম,০৫ডিসেম্বরঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে বৈঠক করা  প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানান প্রধানমন্ত্রী।

    আজ শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)’র ১৮তম শীর্ষ সম্মেলন এবং মালয়েশিয়া সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রীর এই যে গভীর রাতে চুপকে চুপকে দেখা করা.. এটা কেন। একটা সিনেমা আছে না.. চুপকে চুপকে।

    তিনি  আরও বলেন, ওনি কোনো সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা চান না। কখনো আন্দোলন করে আমার চুল উড়িয়ে দিতে চান, কখনো ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলে দিতে চান। আসলে মানুষের মনে যখন শান্তি থাকে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার তাতে ‘অশান্তি’ হয়।

    খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীকে বলব, তিনি যদি এই রাতের অভিসারটা বাদ দেন, যা করার দিনের আলোতে করেন, তা সবার জন্যই ভালো হয়।