খেলনার নামে আসল পিস্তল আমদানি সংবাদের প্রতিবাদ

    0
    347

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,অক্টোবর,টাঙ্গাইল প্রতিনিধিঃ গত ৫ অক্টোবর বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খেলনার নামে আসল পিস্তল আমদানির সঙ্গে জড়িত শক্তিশালী সিন্ডিকেট শিরোনামে প্রমাণ ছাড়াই জার্মান আওয়ামীলীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী (সাবু) ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জার্মান আওয়ামীলীগ ও বিশ্ব প্রবাসী বাংলাদেশি ফাউন্ডেশন।এসময় টাঙ্গাইলের প্যানেল মেয়র সোহেল কমিশনার ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মেহেদি হাসান রনি উপস্থিত ছিলেন।

    ৬ অক্টোবর সকালে ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিশ্ব প্রবাসী বাংলাদেশি ফাউন্ডেশন ও জার্মান আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সন্মেলনে উপস্থিত হয়ে এ কে এম বসিরুল আলম চৌধুরী (সাবু)ও তানভীর হাসান ছোট মনির সাংবাদিকদের এসব কথা বলেন।

    জার্মান আওয়ামীলীগের সভাপতি তার বক্তব্যে বলেন আমি ছোটবেলা থেকে আওয়ামী পরিবারে বেরে উঠি ।তারই ধারাবাহিকতায় মোস্তাক,জিয়া,এরশাদ ও খালেদা জিয়া সহ সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করি যা আওয়ামীলীগের কর্ণধররা জ্ঞাত আছেন।আমি বিশ্ব প্রবাসী বাংলাদেশি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জার্মানে বসবাসরত বাঙ্গালীদের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।আমার ছাত্র জীবন থেকে শুরু করে প্রবাস জীবনে আজ পর্যন্ত কোন মামলা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোথাও কোন খারাপ রিপোর্ট নাই।

    তিনি আরও বলেন, এমতাবস্থায় গত কিছুদিন ধরে একটি ইউরোপের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে এবং প্রবাসী বাংলাদেশি ফাউন্ডেশনে পদ না পেয়ে সংগঠনটিকে অঙ্কুরে বিনষ্ট করার হীন উদ্দেশে ষড়যন্ত্রে লিপ্ত।তারা ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত,ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহোসীন খান লিটন, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলু, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খান, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নরওয়ে আওয়ামীলীগের সহ-সভাপতি আজগর আলী খোকন, তানভীর হাসান ছোট মনি,টাঙ্গাইলের মেয়র মিরন,আমাকে ও অন্যন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা আমাদের ও আমাদের সংগঠনের নেতাদের সামাজিক মান মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।এমনকি দৈনিক যুগান্তর,দৈনিক কালের কণ্ঠ,দৈনিক জনতা,বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি নামিদামি পত্রিকাকে ভুল বুঝিয়ে যে খবরটি প্রকাশ করেছে তাতে টাঙ্গাইলের মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

    এসময় তিনি গনমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন সুনির্দিষ্ট প্রমাণ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর দালিলিক প্রমান ছাড়া আমার,আমাদের ও আমাদের সামাজিক, রাজনৈতিক জীবনের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন কোন সংবাদ প্রকাশ করবেন না।এ পর্যন্ত যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি করছি।

    তানভীর হাসান ছোট মনি বলেন,আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।জার্মানিতে গিয়েও রাজনীতি করেছি,টানা দুবার জার্মান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলাম,বর্তমানে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি.২০০১ সালে জামাত বিএনপি সরকারের দারা নির্যাতিত হয়েছি। ২০০৭-০৮ সালে জরুরী অবস্থা চলাকালে প্রানপ্রিয় নেত্রীর মুক্তির দাবিতে ইউরোপেজুরে জনমত গঠনে সক্রিয় ছিলাম।আমরা তিনভাই সুনামের সহিত জার্মানিতে গাড়ির ব্যবসা করে আসছি। কিন্তু যখন টাঙ্গাইলে অবস্থান করছিলাম তখন থেকে উপলব্ধি করি টাঙ্গাইলের খান পরিবার তথা রানা এম পি  ও তার ভাইয়েরা খুন,সন্ত্রাস,চাঁদাবাজি,মাদক ব্যবসা,জমি দখলের মাধ্যমে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে।তারা জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ও বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী ফারুক আহম্মেদকে হত্যা করে।

    তিনি আরও বলেন, একটি সন্ত্রাসী পরিবার থেকে টাঙ্গাইলবাসীকে রক্ষা করার আন্দোলন এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যার বিচারের দাবি করায় আজ আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় হতে হচ্ছে।আমি সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে এই ষড়যন্ত্রকারীদের বিচার, সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানাচ্ছি।