গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবীগঞ্জে শিশু রাসেলের মৃত্যু

0
140

নূরুজ্জামান ফারুকী,নবীগঞ্জ থেকে: চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল এলাকায় একটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় নবীগঞ্জের রাসেল মিয়া (১০) নামের আরেক শিশু বুধবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। নিহত রাসেল রামপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এর আগে হবিগঞ্জের ভাগ্নে হোসাইন (৬) ও নবীগঞ্জের মামা রিমন (১৮) মারা যায়।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় এলপি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হবিগঞ্জ ও নবীগঞ্জের একই পরিবারের ৫ জনসহ ১১ জন আহত হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে চান্দগাঁও থানা-পুলিশ।

সোমবার রাতে আহতদের মধ্যে নবীগঞ্জের রামপুর গ্রামের রিমন মিয়া (১৮) ও তার ভাগ্না হবিগঞ্জের উমেদনগর গ্রামের সামছুদ্দীনের ছেলে হোসাইন মিয়া (৬) ঢাকা মেডিকেলে মৃত্যুর খোলে ঢলে পড়ে। বুধবার সকালে শিশু রাসেল মারা যায়। এ খবর এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহত শিশু হোসাইনের মা বাবাও আহত অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক একটার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে আগুন দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, ভবনের তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল।