গ্রামীণ ফোনের নামে লটারীর কথা বলে প্রতারণা

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১নভেম্বরঃচান মিয়া,ছাতকঃ সুনামগঞ্জের ছাতকে বদরুল ইসলাম নামের এক যুবকের কাছ থেকে গ্রামীণফোনের হেড অফিসার পরিচয় দিয়ে লটারিতে গাড়ি পাওয়ার কথা বলে ২৫হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ‘আমি গ্রামীণফোনের কাষ্টমার কেয়ার থেকে হেড অফিসার কথা বলছি। আমাদের অফিসে পুরাতন গ্রাহকদের নিয়ে একটি লটারি হয়েছে। সেই লটারিতে আপনি বিজয়ী হয়েছেন। আপনি পাচ্ছেন ২৫লক্ষ টাকার একটি গাড়ি। এটি নিতে হলে আপনাকে ২৫হাজার টাকা বিকাশ করতে হবে।’ গত ৬নভেম্বর বিকেলে মোবাইল ফোনে কথা বিশ্বাস করে ২৫হাজার টাকা পাঠায় বদরুল। ৩দিন পর ৯নভেম্বর বিষয়টি প্রতিবেশীদের জানালে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বদরুল উপজেলার সিংচাপইড় ইউপির কালিপুর গ্রামের এরশাদ আলীর পুত্র।

    প্রতারণার শিকার বদরুল জানান, ঘটনার সময় দুপুরে তার মোবাইলে ০১৭৫১৫৮৫৫০২ নাম্বার থেকে গ্রামীণফোনের কাষ্টমার কেয়ারের হেড অফিসার পরিচয় দিয়ে লটারিতে গাড়ি পেয়েছি বলে জানায় এবং তার জন্যে ০১৭৬৮৪৬০০৬৬ নাম্বারে ২৫হাজার টাকা বিকাশ করার কথা বলে। সে কথা বিশ্বাস করে প্রথমে ৫হাজার ও পরে ধার-কর্জ করে আরো ২০হাজার টাকা বিকাশ করেছে বলে জানায়।