চা-বিক্রেতা দগ্ধ ও নিহতের ঘটনায় ৪ পুলিশকে প্রত্যাহার

    0
    300

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪ফেব্রুয়ারীঃ রাজধানী ঢাকার  মিরপুর শাহআলী এলাকায় পুলিশের লাঠির আঘাতে স্টোভের আগুন ছড়িয়ে এক চা-বিক্রেতা দগ্ধ ও নিহতের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

    এরা হলেন, মিরপুর শাহআলী থানার এসআই মমিনুর রহমান, এসআই নিয়াজ উদ্দীন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিম উদ্দীন।

    বৃহস্পতিবার বিকেলে তাদের প্রত্যাহার করা হয় বলে সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি কাইমুজ্জামান খান।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল মাতুব্বর (৪৫) নামের ওই চা-বিক্রেতা। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

    বাবুলের স্বজনদের অবিযোগ, বুধবার রাতে পাঁচ পুলিশ সদস্য শাহআলী এলাকায় গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশের লাঠির আঘাতে দোকানের চায়ের দোকানের কেরোসিন স্টোভ থেকে আগুন ছড়িয়ে দগ্ধ হন বাবুল।

    এ ঘটনা তদন্তে বৃহস্পতিবার পুলিশের মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি করা হয়েছে। ডিএমপি মিরপুর জোনের ডিসি কাইমুজ্জামান খানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে বাবুলের পরিবার।সুত্রঃসমকাল

    ডিএমপি সদর দফতরের তদন্ত কমিটি: এদিকে চা বিক্রেতা বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় ডিএমপি সদর দফতর একটি তদন্ত কমিটি গঠন করেছে। এক সদস্যের ওই কমিটির প্রধান হলেন ডিএমপির উপকমিশনার (শংখলা) টুটুল চক্রবর্তী। তাকে এ ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।