চা শ্রমিকদের জীবন দশা এত করুণ! রাষ্ট্রদূত

    0
    211

    আমারসিলেট24ডটকম,১৮মার্চ,শাব্বির এলাহীঃ বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির একটি চা শিল্প। চা শিল্পের চাবি কাঠি সাধারন খেটে খাওয়া চা শ্রমিকরা। অথচ চা শ্রমিকদের জীবন যাত্রার মান এত নিম্নমানের তা সরেজমিন না দেখলে বোঝার উপায় নেই। চা শ্রমিকদের জীবনদশা এতো করুণ তা আগে কখনও ভাবিনি। চা শ্রমিকদের মান উন্নয়ন অত্যাবশ্যক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে সরেজমিন চা শ্রমিক বস্তি পরিদর্শণ শেষে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন বাংলাদেশস্থ ইউরোপীয় রাষ্ট্রদূত মি. উইলিয়াম হানা।সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)-এর উদ্যোগে সোমবার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মি. উইলিয়াম হানা কমলগঞ্জের আলীনগর চা বাগান পরিদর্শণ করেন। বেলা আড়াইটায় ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত আলীনগর চা বাগানের বাজার টিলা শ্রমিক বস্তিতে পৌছলে চা শ্রমিকরা ঐতিহ্যবাহী ঢোল করতাল বাজিয়ে নেচে গেয়ে ও পুষ্প পাপড়ি ছিটিয়ে স্বস্ত্রীক রাষ্ট্রদূত ও অন্যান্য অতিথিদের বরণ করে নেয়। চা  শ্রমিকদের ঐতিহ্যবাহী হোলি (রং) উৎসব চলাকালে  ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতসহ অতিথিদের কপালে আবিরের টিপ দিয়ে স্বাগত জানানো হয়।

    অতিথিরা আলোচনা স্থলে আসন গ্রহন করার পর রাষ্ট্রদূতসহ অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র রাষ্ট্রদূতের মাথায় পাগড়ি পরিয়ে দেন। এর পর আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র চা শ্রমিকদের জীবনযাত্রার দৈন্যদশার উপর ও জীবন যাত্রার মান উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।