চুনারুঘাটের পাইকুড়া কবরস্থানের বৃক্ষ নিধন করেছে দূর্বৃত্তরা

    0
    191

    সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ফেব্রুয়ারী,চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেরার শানখলা ইউনিয়নস্থ পাইকুড়া ফান্দ্রাইল কবরস্থানের ছায়াবৃক্ষ নিধন করেছে একদল প্রভাবশালী দূর্বৃত্ত চক্র। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিধনকৃত গাছগুলি জব্দ করেছেন। জানা যায়, উপজেলার পাইকুড়া গ্রামে অবস্থিত পাইকুড়া ফান্দ্রাইল গ্রামের প্রাচীনতম কবরস্থানের উন্নয়নের জন্য এলাকার লোকজন বৃক্ষ রোপন করেছিলেন।

    ঐ ছায়াবৃক্ষগুলি গত ২৪/০২/২০১৬ ইং বুধবার ভোরে একই এলাকার প্রভাবশালী চক্র মৃত মফিজ উল্লার ছেলে নূরুল ইসলাম, ইউসুফ উল্লা, মালু মিয়ার ছেলে কাউছার মিয়া, শামিম মিয়া, ইউসুফ মিয়ার ছেলে রুবেল মিয়া রাজু মিয়া সহ একদল বৃক্ষ নিধনকারী চক্র কবরস্থানের প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের ছায়াবৃক্ষগুলি কেঁটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এতে বাধা দেয়।

    খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম থানার পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিধনকৃত গাছগুলি জব্দ করেন। জব্দকৃত গাছগুলি যুবলীগ ইউনিয়ন সভাপতি সবুজ মিয়া তরফদারের জিম্মায় দিয়ে আসেন।

    উল্লেখ্য যে, ঐ কবরস্থানের ছায়াবৃক্ষগুলি উল্লেখিত চক্ররা গত কিছুদিন পূর্বেও কেঁটে নেয়। এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।