চুনারুঘাটের শায়েস্তাগঞ্জে বাল্যবিয়ে ভেঙ্গে দিয়েছে পুলিশ

    0
    215

    আমারসিলেট24ডটকম,২১অক্টোবর,ফারুক মিয়া ও এস,এম,সুলতানঃ শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবেরচক গ্রামে বাল্যবিবাহ ভেঙ্গে দিয়েছে পুলিশ।গতকাল রোববার সকালে ওই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের কন্যা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী লাইজু বেগম (১৫) এর সাথে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জহুর আলীর পুত্র তাউছ মিয়া (২৫) এর বিয়ের দিন র্ধায্য ছিল। শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নওশাদ কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়।

    বর যাত্রী ও কনের পক্ষের লোকজন কমিউনিটি সেন্টারে উপস্তিত হন। বাল্য বিবাহের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ কমিউনিটি সেন্টারে উপস্তিত হয়ে কনের বয়স যাচাই-বাচাই করেন। স্কুলছাত্রী লাইজু অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ওসি ওই বিয়েতে ভেঙ্গে দেন।

    এ সময় বর ও কনের পিতা-মাতার কাছ থেকে মুছলেখা নেয়া হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান জানান, লাইজু ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী।