চুনারুঘাটে এক বাদীর স্ত্রীকে পিটানোর অভিযোগ

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ডিসেম্বর,চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের কুতুব মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন (২৫) কে পূর্ব মামলা মোকদ্দমার বিরোধের জের ধরে একদল দুর্বৃত্তরা মনোয়ারা খাতুনের বসতবাড়িতে জোর পূর্বক উঠে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

    জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঘারুক গ্রামে মনোয়ারা খাতুনের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত মনোয়ারা খাতুনের আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে উদ্ধার করে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত মনোয়ারা খাতুন জানান, দীর্ঘদিন যাবত ধরে আমার স্বামী কুতুব মিয়ার সাথে মামলা মোকদ্দমা ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল শামিম ও মাহিদের সাথে। ঐ মামলার বাদীর স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জের ধরে উক্ত মামলার আসামীরা বৃহস্পতিবার সকালে মনোয়ারা খাতুনের বসতবাড়িতে উঠে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

    উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের মৃত তাহির মিয়ার পুত্র মাহিদ মিয়া, শামিম মিয়া, শিখা আক্তার, ইয়াহিয়া আক্তার জোসনা সহ একদল দুর্বৃত্তরা মামলার জের ধরে মামলার বাদীর স্ত্রী মনোয়ারা খাতুনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাদের দেশীয় অস্ত্রসস্ত্রের এলোপাতারী হামলায় গুরুতর আহত হয়। এ ব্যাপারে মনোয়ারা খাতুনের স্বামী কুতুব মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মাহিদ, শামিম সহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ এস.আই আবুল মুকিত চৌধুরী বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।

    অভিযোগের বিবরণে জানা যায়, এ ঘটনার সময় মনোয়ারা খাতুনের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন যার মূল্য অনুমান ১৮ হাজার টাকা ছিনিয়া নিয়ে যায় ও মনোয়ারা খাতুনের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করিয়া নেয় যার অনুমান ক্ষতিসাধন ৩০ হাজার টাকা।

    গত ২৩ আগস্ট মামলার বাদী কুতুব মিয়া চুনারুঘাট থানায় একটি জি.ডি এন্ট্রি দায়ের করেন। যার জি.ডি নং- ৯৫২। উক্ত জি.ডি এন্ট্রি করার পর গত ৩০ নভেম্বর  বিজ্ঞ আদালতের আদেশ মতে চুনারুঘাট থানা পুলিশ মামলার আসামীদেরকে কারণ দর্শানোর নোটিশ দেন।

    উক্ত নোটিশ পেয়ে পূর্ব মামলার মোকদ্দমার জের ধরে আসামীরা মামলার বাদীর স্ত্রীর উপর হামলা চালায়।