চুনারুঘাটে জি আর ফাউন্ডেশন ইউকে’র আত্মপ্রকাশ

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বর,এস.এম সুলতান খানঃ   চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে বর্ণাঢ্য অয়োজনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ হল জি.আর ফাউন্ডেশন ইউ,কে নামে একটি উন্নয়ন ও সেবামূলক সংস্থা।শুক্রবার সকাল ১১টায় জি.আর ফাউন্ডেশন ইউ,কে সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৃষ্টপোষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান তুহিন ও আব্দুর রাজ্জাক রাজু’র স ালনায় অনুষ্ঠিত এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মাহমুদ হাসান।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক জনাবা সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন- গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, মফস্বল সম্পাদক মীর লিয়াকত, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, চুনারুঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মিরাশী ইউপির চেয়ারম্যান রমিজ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, মোহাম্মদ নাহিজ, তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাটের সহকারী কমিশনার সালাউদ্দিন, চুনারুঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল, এড. আলাউদ্দিন তালুকদার, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন, সৌদি প্রবাসী মোহাম্মদ আলী, দৈনিক ইনকিলাব চুনারুঘাট প্রতিনিধি এস.এম সুলতান খান, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল প্রমুখ।

    সভায় আনুষ্ঠানিকভাবে জি.আর ফাউন্ডেশন ইউ, কে’র আত্মপ্রকাশ, একটি খেলার মাঠ ও একটি শহীদ মিনার এর উদ্বোধন করা হয়।