জৈন্তাপুরে জেএসসি ও জেজিডি পরীক্ষায় ৯২টি জিপিএ-৫

    0
    210

    “জৈন্তাপুরে জেএসসি ও জেজিডি পরীক্ষায় ৯২টি জিপিএ-৫, নিম্ন মাধ্যমিকে পাশের হার  ৯৯.৩০% মাদ্রাসায় ৯৮.৩৭%, জিপিএ-৫ পায়নি ৮টি প্রতিষ্ঠান”
     

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বিরঃ
    জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এবার জেএসসি পরীক্ষায় ১৭ টি বিদ্যালয় হতে সর্বমোট ১হাজার ৮শত ৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১হাজার ৮শত ৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে৷ উপজেলায় পাশের হার ৯৯.৩০% এবং সর্বমোট ৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে৷ অপর দিকে জেডিসি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ৪টি মাদ্রাসা হতে মোট ২শত ৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন ২শত ৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে৷ মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯৮.৩৭% এবং জিপিএ-৫ পেয়েছে জন৷
    স্কুল ভিত্তিক জেএসসি পরীক্ষার ফলাফল- জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় হতে ৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৯৯ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ১৯ জন৷ হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ২১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২১৬ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়ছে ১৬ জন৷ সারীঘাট উচ্চ বিদ্যালয় হতে ১১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১১৮ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ১০ জন৷ জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৪১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৩৯ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ৯৮.৫৮%, জিপিএ-৫ পেয়েছে ০২ জন৷ রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় হতে ৩১৫ পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৩০৯ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ৯৮.১০%, জিপিএ-৫ পেয়েছে ০৯ জন৷ ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় হতে ৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৮৮ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার  ৯৮.৪৪%, জিপিএ-৫ কেউ পায়নি৷ বাউরভাগ উচ্চ বিদ্যালয় হতে ৬৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৬২ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ৯৬.৮৮%, জিপিএ-৫ পেয়েছে ০৩ জন৷ চারিকাটা উচ্চ বিদ্যালয় হতে ৭১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৭১ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ কেউ পায়নি৷ সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় হতে ১৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৯৫ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ০৪ জন৷ মাওলানা অাব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল হতে ৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৫২ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ কেউ পায়নি৷ খাজার মোকাম উচ্চ বিদ্যালয় হতে ৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৫৭ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ০৭ জন৷ চিকনাগোল অাদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৬১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৬০ জন উত্তীর্ণ হয়৷ পাশের হার ৯৯.৩৮%, জিপিএ-৫  পেয়েছে ০২ জন৷ রমজান রূপজান বাগের খাল একাডেমী হতে ১০১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১০১ জন উত্তীর্ণ হয়৷ পাশের হার ১০০%, জিপিএ-৫  পেয়েছে ১১ জন৷ পূর্বরাজ মহবুবুল অাম্বিয়া চৌধুরী মেমরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে ৪৩ জন অংশ গ্রহন করে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ কেউ পায়নি৷ এম অাহমেদ পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে ৯১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৯০ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার  ৯৮. ৯০%, জিপিএ-৫ পেয়েছে ০৩ জন৷ জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ হতে ১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৮ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ কেউ পায়নি৷ মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মাধ্যমিক শাখা) হতে ২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৪ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ০৪ জন৷
    অপর দিকে মাদ্রাসা ভিত্তিক ফলাফল- খরিল নেজামুল উলুম অালিম মাদ্রাসা হতে ৪৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ কেউ পায়নি৷ জৈন্তা ডি এস দাখিল মাদ্রাসা হতে ৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৮০ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ৯৬.৩৯%, জিপিএ-৫ কেউ পায়নি৷ সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা হতে ৫৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৫৭ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ৯৮.২৮%, জিপিএ-৫ কেউ পায়নি৷ চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা হতে ৬২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৬২ জন উত্তীর্ণ হয়েছে৷ পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ০২জন৷
    যে সকল বিদ্যালয় ও মাদ্রাসা জিপিএ-৫ পায়নি ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়, মাওলানা অাব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল, চারিকাটা উচ্চ বিদ্যালয়, পূর্বরাজ মহবুবুল অাম্বিয়া চৌধুরী মেমরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ, খরিল নেজামুল উলুম অালিম মাদ্রাসা, জৈন্তা ডি এস দাখিল মাদ্রাসা এবং সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা৷