চুনারুঘাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

    0
    207

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৫মে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কর্মকর্তা, শিক্ষক/শিক্ষিকা ও সততা সংঘের সদস্যবৃন্দদের অংশ গ্রহনে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকাল ১১টায় ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’ এই স্লোগানকে সামনে উপজেলা বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
    এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও চুনারুঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ আহমদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান।
    বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট হাসপাতালের টিএইচও দেবাশীষ দেব নাথ, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোঃ খালেক, চুনারুঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মালেক মাষ্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ প্রমুখ।
    এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আইডিয়া কলেজের প্রিন্সিপাল আলহাজ্ব ইনতাজ উল্লা, ডিসিপি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র দেব, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমীরণ চক্রবর্ত্তী শংকু, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফজলুল হক তরফদার, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক সহ
    সাংবাদিকবৃন্দ ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।