চুনারুঘাটে বোরো রোপণে ব্যস্ত কৃষকেরা

    0
    255

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জানুয়ারী,শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে এই শীতেও থেমে নেই হবিগঞ্জের চুনারুঘাটের কৃষকেরা। সেচ নির্ভরশীল এই রোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।

    এর মাঝে চা বাগানের নারী -পুরুষ শ্রমিকেরা উপজেলার বিভিন্ন স্হানে গিয়ে কৃষি জমিতে কাজ করছেন। উপজেলার পূর্ব বড়াইল গ্রামে কৃষি জমিতে কাজ করতে আসা চা শ্রমিক – সনজিত মন্ডল, সিমা মন্ডল, লিটু কর্মকার, নয়নতারা পাইনকা, জুমা উরাং জানায়, কৃষি জমিতে কাজ করে প্রতিদিন ২ থেকে ৩শত টাকা আয় করতে পারছি।

    এদিকে কৃষি অধিদপ্তর সেচ নির্ভরশীল এই আবাদের পর্যাপ্ত সেচের পানির ভোগান্তি এড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে পানির সংকট থাকবে না ও কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন। বোরো আবাদ ছাড়াও বিভিন্ন ফসল আবাদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তারপর ও বোরো আবাদে শতভাগ লক্ষমাত্রা পূরণের আশায় সংশ্লিষ্টরা।

    এব্যাপারে চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন জানায়, এবার চলতি মৌসুমে ৬হাজার ৯শ ৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।