চুনারুঘাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

    0
    243

    শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শুক্রবার দুপুর ২.৩০ মিঃ সময়ে চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ড বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়া কমিটির উদ্যোগে পৌর শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মালম্বী নারী- পুরুষ ও শিশু অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া প্রাঙ্গনে এসে এ শোভাযাত্রা সমাপন হয়।

    এসময় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু, ২নং ওয়ার্ড কাউন্সিল আবুল হান্নান, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তাহের,বড়াইল আখড়া কমিটির সভাপতি পঙ্কজ কান্তি কর, সাধারন সম্পাদক বলাই কর,মানিক দাশ, অমীয় দত্ত, বিজয় আচার্য্য, কালিপদ আচার্য্য, কার্তিক দাশ, স্বপন শীল, বাবুল শীল, সজল গোপ, পরেন্দ্র দাশ, ঝিনুক শুক্ল বৈদ্য, সাংবাদিক শংকর শীল প্রমুখ। এ শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

    এছাড়া সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জম্ম কর্ম সম্পর্কে আলোচনা এবং গীতাপাঠ। রাত ১০টায় নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে বলে জানান আখড়া কমিটির সাধারন সম্পাদাক বলাই কর।