চুনারুঘাটে সাউন্ড বক্সকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১,আটক-৩

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মার্চ,চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাদল ঝরা অজিত (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

    নিহত বাদল ঝরা অজিত চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকার সুভাষ ঝরার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় চাকলাপুঞ্জি চা বাগানের ছনবাড়ি এলাকার জনৈক লিটন নায়েক উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজালে এতে বাদল ঝরা প্রতিবাদ করলে লিটন নায়েক তার দলবল নিয়ে বাদল ঝরার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাদল ঝরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বাদল ঝরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ২৩ মার্চ শুক্রবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেন।

    খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বলরাম বাড়াইকের পুত্র শশী কুমার বাড়াইক (৩০) ও খোকন বাড়াইক (২৮) ও দিলিপ বাড়াইকের পুত্র দিপক বাড়াইক (৩৩) সহ ০৩ জনকে ধৃত করে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত  থানায় কোন মামলা হয়নি।