ট্রাভেলসের মালিক শ্যামলের নামে আত্মসাতের মামলা

    0
    228
     আমারসিলেট24ডটকম,২১মে,এস,এম,সুলতান খানঃ চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারস্থ সিকান্দর মার্কেটে পুষ্পিতা এন্টারপ্রাইজ (ট্রাভেলস) এর মালিক ও উপজেলার গোয়াছপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম শ্যামল এক ব্যক্তিকে বিদেশ নেওয়ার নামে ২লক্ষ টাকা আত্মসাত করেছে। এ অভিযোগে হবিগঞ্জ আদালতে ২লক্ষ টাকা আত্মসাতের মামলা দায়ের করেছে সাইফুর রহমান রাসেল। আত্মসাতের মামলা থেকে রেহাই পেতে আদম ব্যাপারী শ্যামল কাজের মেয়ে দিয়ে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করছে স্বাক্ষীদয়কে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোয়াছপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও চুনারুঘাট সিকান্দর মার্কেটস্থ পুষ্পিতা এন্টারপ্রাই (ট্রাভেলস) এর মালিক আব্দুর রহিম শ্যামল (৩৫) একই গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ সাইফুর রহমান রাসেলের নিকট থেকে দুবাই নেওয়ার নামে গত ১৩/৫/২০১২ ও ২০/০৬/২০১২ তারিখে ২লক্ষ নেয়। টাকা নেওয়ার পর ভিসা দেওয়ার জন্য শ্যামলকে সাইফুর বার বার তাগদা দেয়। এক পর্যায়ে রহিম ভিসা রাসেলের হাতে হস্তান্তর করে। ভিসা হস্তান্তরের পর যাত্রী রাসেল ম্যানপাওয়ার করার পর রহিম কালকীয়াপন করা শুরু করে। রহিমের কালকীয়াপনে সন্দেহ হলে রাসেল ভিসাটি নিয়ে ঢাকার একটি ট্রাভেলসে যাচাই-বাছাই করে। যাচাইয়ে ভিসাটি ভুয়া ও জাল বলে চিিহ্নত হয়। এর পর রাসেল বাড়ীতে এসে রহিমকে ভিসা জালের বিষয়ে জিজ্ঞেস করলে রহিম পরবর্তীতে দুবাই পাঠাবে বলে তাল বাহানা শুরু করে। এক পর্যায়ে যাত্রী রাসেল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বরণাপন্ন হলে আদম ব্যাপারী আব্দুর রহিম শ্যামল গত ২৫/০৪/২০১৪ইং তারিখে পাওনা ২লক্ষ টাকা পরিশোধ করিবে বলিয়া দিন তারিখ ধার্য্য করে। টাকা দেই দিচ্ছি করে রাতের পর রাত, দিনের পর দিন অতিবাহিত হলেও আদম ব্যাপারী রহিম টাকা পরিশোধ করিতে পারে নাই। এ ব্যাপারে গত ০৬/০৫/২০১৪ইং তারিখে হবিগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগঃ২ আদালতে সাইফুর রহমান রাসেল বাদী হয়ে আদম ব্যাপারী শ্যামলের বিরুদ্ধে ২ লক্ষ টাকা আত্মসাতের মামলা দায়ের করে। শ্যামলের বিরুদ্ধে বিদেশে নারী পাচার, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আত্মসাতের মামলা থেকে রেহাই পেতে আদম ব্যাপারী শ্যামল কাজের মেয়েকে দিয়ে স্বাক্ষীগণের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করছে। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? এ নিয়ে এলাকায় সচেতন মহলের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে।