ছাতকের দোলার বাজার ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

    0
    336

    আমারসিলেট24ডটকম,১৫জানুয়ারীঃ আধুনিক, তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় সু-শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, দেশরত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশর প্রত্যয়ে ছাত্রলীগ এর ছাতক উপজেলাকে শক্তিশালী করতে তোমরা সর্বদাই সচেষ্ট থাকিবে, এই প্রত্যাশায় দোলার বাজার ইউনিয়ন ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন গত ০৯ জানুয়ারী ২০১৫ইং তারিখে ছাতক উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট সায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু।

    নিম্নে কমিটি নেতৃবৃন্দের নাম ও পদবী দেওয়া হলোঃ সভাপতি , নাজমুল ইসলাম, জনতা কলেজ, সহ-সভাপতি  ,শামসুল ইসলাম, জাউয়া কলেজ, সহ-সভাপতি ,  সেবুল আহমদ, বিশ্বনাথ কলেজ, সহ-সভাপতি ,  ফাহিম আহমদ, এম.সি কলেজ, সহ-সভাপতি ,  গোলজার আহমদ, জনতা কলেজ, সহ-সভাপতি ,  মনিরুল ইসলাম, জনতা কলেজ, সাধারণ সম্পাদক  ,জাহাঙ্গীর আলম, জনতা কলেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ,  মিফতা উদ্দিন, কমার্স কলেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ,  সাইফুদ্দিন খাঁন শানু, জনতা কলেজ, সাংগঠনিক সম্পাদক ,  আলী হোসেন, জনতা কলেজ, সাংগঠনিক সম্পাদক ,  সিহাব উদ্দিন, বুরাইয়া মাদ্রাসা, প্রচার সম্পাদক ,  হোসেইন আহমদ হোসেন, মদন মোহন কলেজ, দপ্তর সম্পাদক ,  আলী নূর আহমদ, জনতা কলেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ,  আতাবুর রহমান, জনতা কলেজ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক , দুলাল হোসেন, জনতা কলেজ, সাংস্কৃতিক সম্পাদক , প্রভাত সরকার, জনতা কলেজ, সমাজসেবা সম্পাদক , ফয়ছল আহমদ, জনতা কলেজ, ক্রীড়া সম্পাদক , বদর উদ্দিন রুবেল, বিশ্বনাথ কলেজ, পাঠাগার সম্পাদক , সাবেল আহমদ, জনতা কলেজ, তথ্য ও গবেষনা সম্পাদক , লোকমান খাঁন সিপন, জনতা কলেজ, অর্থ বিষয়ক সম্পাদক , শেখ কামাল উদ্দিন লিটন, বুরাইয়া কলেজ, আইন বিষয়ক সম্পাদক , কাওছার আহমদ, জনতা কলেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক , বাসিত আলম, বিশ্বনাথ কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক , আব্দুল মুসলিম জুয়েল, এম.সি কলেজ, ধর্ম সম্পাদক , আনোয়ারুল হক ময়না, বুরাইয়া মাদ্রাসা, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক , আশরাফ আহমদ, জনতা কলেজ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক , রাজ্জাক হোসেন, জনতা কলেজ, সহ-সম্পাদক , সিপন আলম, জনতা কলেজ, আমিনুল হক, জনতা কলেজ, আনহার উদ্দিন, বিশ্বনাথ কলেজ, মজনু মিয়া, জনতা কলেজ, আব্দুল মোমিন শাকিল, গোবিন্দগঞ্জ কলেজ, লায়েছ আহমদ, জনতা কলেজ, কফিল উদ্দিন, জনতা কলেজ, ফয়েজ আহমদ মনি, জনতা কলেজ, যুবায়ের আহমদ, জনতা কলেজ, সেলিম আহমদ, জনতা কলেজ, সদস্য , সাহাব উদ্দিন, বিশ্বনাথ কলেজ, আনোয়ার হোসেন, বুরাইয়া মাদ্রাসা, আবু খালেদ সিপু, জনতা কলেজ, কবির আহমদ, সাহেদুর রহমান সাহেদ, খলিলুর রহমান আব্বাসী, বুরাইয়া মাদ্রাসা, রায়হান আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ, আজিজুর রহমান, মদন মোহন কলেজ, সুমন আহমদ, জগন্নাথপুর কলেজ, জাকির হোসেন, সরকারী কলেজ, সাইফুল আলম সেজুল, জনতা কলেজ, রাকিবুল হাসান, জনতা কলেজ, জহুরুল ইসলাম, ষ্টেট কলেজ, রিয়াছত আলী, বুরাইয়া মাদ্রাসা প্রমুখ।

    অনুমোদনকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে অবরোধ ও হরতালের নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে তা ছাত্রলীগ নেতৃবৃন্দ তা প্রতিহত করতে হবে। দেশকে জ্বালাও পুর্ওা করে জঙ্গী রাষ্ট্র বানানোর পরিকল্পনা হাতে নিয়ে বিএনপি-জামায়াত জোট। দেশকে অশৃঙ্খলা থেকে রক্ষা করতে সবসময় ছাত্রলীগ নেতৃবৃন্দকে প্রস্তুত থাকতে হবে।