ছাতকে ঘুষের টাকাসহ বিদ্যুৎ অফিসের লাইনম্যান আটক

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪নভেম্বর,চান মিয়া,ছাতক,সুনামগঞ্জঃ ছাতকে ঘুষের টাকাসহ বিদ্যুৎ অফিসের ইদ্রিছ আলী নামের এক লাইনম্যানকে আটক করেছে পৌর কাউন্সিলরসহ এলাকাবাসী। সোমবার রাতে লাফার্জ ফেরিঘাট এলাকায় বসবাসরত নোয়ারাই ইউপির বেতুরা গ্রামের সৌদি প্রবাসী সফিক মিয়ার স্ত্রী হাসিনা বেগম নামে এক গ্রাহকের কাছ থেকে ঘুষের টাকা নেয়ার সময় তাকে আটক করা হয়। জানা যায়, প্রায় দু’মাস আগে ছাতক বিদ্যুৎ অফিসের নির্দেশ অনুযায়ী দোয়ারাবাজারের প্রবাসী সফিক মিয়ার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। অফিসের কর্মকর্তা জুবায়ের আহমদ ও লাইনম্যান ইদ্রিছ গত ১৭নভেম্বর হাসিনা বেগমের বাড়িতে বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেয়। অন্যথায় নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারকে ৩৫হাজার টাকা দেয়ার কথা বলে। পরে হাসিনা বেগম বিষয়টি ভাগিনা সোহেল মিয়াকে অবহিত করলে, লাইনম্যান ইদ্রিছ তার কাছেও টাকা দাবি করে। একপর্যায়ে সোমবার রাতে পৌর কমিশনার আছাব মিয়াসহ স্থানীয় লোকজন লাফার্জ ফেরিঘাটের একটি চায়ের দোকানে হাসিনা বেগমের কাছ থেকে ঘুষের ৩৫হাজার টাকা লেনদেনের সময় লাইনম্যান ইদ্রিছকে আটক করা হয়।

    এব্যাপারে লাইনম্যান ইদ্রিছ জানান, সে টাকা নিতে আসে নাই। তবে ওই মহিলার সাথে বিদ্যুতের ক্ষতিপূরন মামলার বিষয়ে বিস্তারিত কথা বলতে এখানে এসেছে। কাউন্সিলর আছাব মিয়া জানান, ঘুষের টাকা লেনদেনের সময় আটক করা হয় এবং পরে তার কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দেয়া হয়। ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, লাইনম্যান ইদ্রিছ বিদ্যুৎ অফিসের কেউ নয়, বিদ্যুতের মামলা নিস্পত্তির ব্যাপারে তার সাথে টাকা লেনদেন নিয়ে ইদ্রিছের কোন কথা হয়নি।