ছাতকে বিদ্যালয়ে অনুদান দেয়ায় গ্রামবাসীর অভিনন্দন

    0
    245

    আমারসিলেট24ডটকম,১০নভেম্বর, চান মিয়াছাতকে একটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরসহ বিভিন্ন উন্নয়ন কাজে ৩প্রবাসীর ৪লক্ষ টাকা অনুদান ঘোষণা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী রায় ২০১৪ইং সনে উপজেলার শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হওয়ায় গ্রামবাসী তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

    উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে একই গ্রামের শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী নাদির আলম, মুজিবুর রহমান ও সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আহমদ এ অনুদান ঘোষনা করেন। বিদ্যালয়ে ৪লক্ষ টাকা অনুদান ঘোষণা করায় শিবনগর গ্রামের পক্ষ থেকে প্রবাসীদের অভিনন্দন জানিয়েছেন।

    অভিনন্দন জ্ঞাপনকারীরা হচ্ছেন, শিনগর গ্রামের বিশিষ্ট মুরব্বী শরীয়ত আলী, শুকুর আলী মেম্বার, নূর আলম মেম্বার, মইজ উদ্দিন মেম্বার, হাজি সমর উদ্দিন, মাষ্টার আব্দুল মালিক-মানিক, মখদ্দুছ আলী, দরবেশ আলী, মদরিছ আলী, রুশন আলম, শাহজাহান মিয়া, দিদার আলম, আতাউর রহমান এমরান, কয়ছর আহমদ, রুবেল মিয়া, আব্দুস শহীদ কালা, মছব্বির আলী, শাহাজ উদ্দিন,

    আরও হল সাজু মিয়া, রুহুল আলম, সিরাজ উদ্দিন, জুয়েল মিয়া, ফয়ছল আহমদ, ফজল আহমদ, সায়েক আলী, বাহা উদ্দিন ফাহিম, সুমন মিয়া, দুলাল মিয়া, সুহেল মিয়া, হাবিবুর রহমান, ইকবাল আহমদ, আমির আলী, মরম আলী, নিজাম উদ্দিন, আবুল কালাম, হুশিয়ার আলী, প্রবাসী আজাদ মিয়া, আলমগীর হোসেন, কছির আলী প্রমূখ।

    এছাড়া প্রবাসীদের আরো অভিনন্দন জানিয়েছেন, শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী রায়, সহকারি শিক্ষিকা কল্পনা সরকার, মকবুন নেছা, হেপী রানী দে, রেহানা বেগম, শর্মিতা চক্রবর্তী, সুলতানা আক্তার।