ছাতকে সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে ফ্রি খৎনা

    0
    213

    আমারসিলেট24ডটকম,০১নভেম্বর,চান মিয়া ছাতকে একটি ট্রাষ্টের উদ্যোগে দুস্থ ও গরীব ২শ’ শিশুর ফ্রি খৎনা কার্যক্রম পরিচালনা করেছে। গতকাল শুক্রবার সকালে জাউয়াবাজারস্থ সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জানাযায়, ছাতক, দোয়ারা, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার গরীব অসহায় প্রায় ২শ’ শিশুদের ফ্রি খৎনাসহ বিনা মূল্যে ওষুধপথ্য প্রদান করে সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট। এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, কৈতক হাসপাতালের ইনচার্জ ডাঃ আব্দুর রব ভূইয়া।

    এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন। এ সময় উপস্থিত ছিলেন, ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান দিগেন্দ্র কুমার তালুকদার, সদস্য সচিব এএসএম মিছবাহুজ্জামান শিলু, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদ আহমদ, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ট্রাষ্টের সদস্য রকিব উল্লাহ, রুহুল আমিন তালুকদার, নির্মলেন্দু দস্তিদার, কয়েছ মিয়া, আবুল হোসেন, এনামুল হক, মাহমুদ আলী, মোয়াজ্জেম হোসেন টুনু, রাজ উদ্দিন, শাহীন মিয়া তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী সিহাব মিয়া তালুকদার, যুবলীগ নেতা আমতর আলী, ছাত্রলীগ নেতা আবু তারেক মোহাম্মদ কাশেম, শিক্ষক নাজির হোসেন, আবুল হাসনাত, উপানন্দ দাস, আমিনুর রশীদ, আবুল হাসান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালের চিকিৎসকরা খৎনা কার্যক্রম পরিচালনা করেন।