ছাতক সিমেন্ট কারখানায় নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা

    0
    211

    আমারসিলেট24ডটকম,১৫অক্টোবরঃ সুনামগঞ্জ জেলার ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে কারখানা থেকে নোয়ারাই বাজার পর্যন্ত পোস্টার-ব্যানারে ছেয়ে আছে।গত ১২ অক্টোবর প্রতীক বরাদ্দের পর দুটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
    ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সমবায় সমিতির এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। নির্বাচনে  ৬৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    নির্বাচনে শ্রমিক সংগঠন (রেজি নং-চট্র-বি-৮০) সমর্থিত প্যানেলে (মাছ) প্রতীক নিয়ে স¤পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আশরাফ পাঠান, সহ-সম্পাদক পদে মোহাম্মদ শাহজাহান এবং ৫টি ব্লকে পরিচালক পদের মধ্যে (ক) ব্লকে মাহিন উদ্দিন চৌধুরী, (খ) ব্লকে সোলাইমান ভুইয়া, (গ) ব্লকে ওয়াশিদ আলী, (ঘ) ব্লকে নুর নবী ও (ঙ) ব্লকে শাহ আখতারুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    অপর দিকে শ্রমিক সংগঠন (রেজি নং-চট্র-১৬৬২) সমর্থিত প্যানেলে (মই) প্রতীকে সম্পাদক পদে হাজী সফিক মিয়া, সহ-সম্পাদক পদে সিরাজুল ইসলাম, ও পরিচালক পদে (ক) ব্লকে আজমত আলী, (খ) ব্লকে হাসান আলী, (গ) ব্লকে রফিকুল ইসলাম, (ঘ) ব্লকে আব্দুর রহমান ও (ঙ) ব্লকে আজমল হাসান প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বানিজ্যিক বিভাগের কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, ক্রয় কর্মকর্তা সফিকুর রহমান ও মাহবুবুল এলাহী।