জলমহাল সীমানা নির্ধারনের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

    0
    217

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জে জলমহালের সীমানা নির্ধারন করার দাবীতে ৬টি গ্রামের শতাধিক মানুষ  ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করে।
    সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ইনছানপুর,স্লুইস গেইট,হোসেনপুর,মমিনপুর,কামিনীপুর,হিন্দুকালীপুর গ্রামের শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করে । এর পূর্বে মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের লিখিত ভাবে অবহিত করেছেন।
    মানববন্ধনে বক্তব্য রাখেন,আকবর হোসনে,গোলাপ মিয়া,আজিজুল,মুজিবুর,নাইয়ব আলী,শাহ আলম ফয়জে উদ্দিন,মুসলমি,জাকির প্রমুখ।
    এসময় বক্তগন বলেন,একটাই দাবী দ্রুত জলমহাল এর সীমানা নির্ধারনের। তারা আরো বলেন,”জাল যার, জলা তার “ভাসান পানি আন্দোলনের মুল দাবী ছিলো এটি ” হাওর পাড়ের অসহায় জেলে ও কৃষকদের অধিকার আদায়ের দাবীতে স্বোচ্চার ছিলেন কমরেড প্রসূন কান্তি রায় ( বরুন রায়) পৃথিবীর ইতিহাসে বিশেষ করে এশিয়া
    উপমহাদেশে এ আন্দোলনটি পরিচিত লাভ করেছিলো।
    ” আগে প্রচলন ছিলে জাল যার জলা তার ” এখন ইজারাদাররা বলে পানি যেথায়,মাছ সেথায় ইজারাদারও সেথায়। হালির হাওর পাড়ের সাধারন মানুষ জন খাবার এর জন্য মাছ ধরতে পারেনা, ছাতিধরা জলমহাল এর ইজারাদার বাধা দেন।
    আশ্চর্যের বিষয় মুল বিল থেকে কয়েক হাজার ফুট ও অন্য দু’মৌজার বাহিরে এসে
    বাধা দেয়। জেলেদের জাল নৌকা নিয়ে যায় মারধর করেন ,এঅবস্থা থেকে পরিত্রাণ চায় হাওরবাসী।