জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের প্রচারণা শুরু

    0
    259

    সিলেটে হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষের’ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

    হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে মাগরিবের নামাজের পর শাহ পরাণ (র.) মাজার জিয়ারত করতে যান তারা। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

    এসময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘মাজার জিয়ারতে এসে মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

    এসময় তিনি সকল ভয়-ভীতি উপেক্ষা দলের নেতা-কর্মীদের মাঠে থাকারও আহ্বান জানান।

    ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘মাঠে থাকেন-জেলখানা ফুল হয়ে গেছে। ভয়ের কারণ নেই। জনগণের বিজয় নিশ্চিত।’শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দুপুর থেকেই দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় নেতাকর্মীরা ভীড় করেন। সন্ধ্যা সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন বলে জানা গেছে।