জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

    0
    219

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫মার্চ,সুনামগঞ্জ  প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন উপজেলার হাওর পাড়ের সচেতন নাগরিকবৃন্দ। গত রবিবার (০৫,০৩,১৭ইং) দুপুরে ঘন্টা ব্যাপী জামালগঞ্জ পরিষদ গেইটের সামনে কৃষক, জনপ্রতিনিধি, স্থাানীয় সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

    জামালগঞ্জ উপজেলার হাওর পাড়ের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও শ্লোগানে জামালগঞ্জের সব ক’টি হাওরের বেড়িবাঁধ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানব বন্ধন পালিত হয়। কর্মসূচীতে অংশ নেন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ফেনারবাক ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু,জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ হালির হাওর পাড়ের কৃষক প্রতিনিধি সবর আলী, , জাকির হোসেন, আলী আমজদ, সমাজকর্মী ইকবাল আল আজাদ, বিমল দে, আবু তাহের, তোফাজ্জল হোসেন, আবুল কাশেম আখঞ্জি, নূরুল আমিন, মানিক মিয়া, আনোয়ার হোসেন, লিমন প্রমুখ।

    বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঁধ নির্মানের কাজ শুরু করে ২৮ ফেব্রেুয়ারী শেষ করার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র চরম দুনীতির ও পিআইসি কমিটির অবহেলার কারণে এখনো অধিকাংশ বাাঁধের কাজ শুরুই হয়নি। এ কারনে হাওরের ফসল আগাম বন্যায় তলিয়ে গেলে দায় ভার পাউবো ও পিআইসি কমিটি বহন করতে হবে। হাওরের কৃষকদের জীবন রক্ষাকারী ফসল নিয়ে চিনিমিনি করার অধিকার কারো নেই।

    অনতিবিলম্বে জামালগঞ্জের সকল বাঁধ নির্মান দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান। অন্যতায় উপজেলা কৃষকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁসিয়ারী দেন। মানব বন্ধন শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে হাওরের নাজুক অবস্থার কথা অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী পাউবোর কর্মকর্তা ও পিআইসি কমিটিকে দ্রুত ঠেকসই বাঁধ নির্মানের জন্য তদারকীর আশ্বাস প্রদান করেন।