জুড়ীর স্বেচ্ছাসেবক নেতা মঞ্জু কেন বহিষ্কার ?

0
129

এম এম শামসুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে দলীয় নির্দেশনা অমান্য করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যেহেতু বিএনপি এই নির্বাচনে আসার সম্ভাবনা নেই,আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন তাকে বহিষ্কার করা হয়েছে এ ব্যাপারে সংগঠনের জেলা আহ্বায়ক জি এম মুক্তাদীর রাজু ও সদস্য সচিব আহমেদ আহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, ২২ নভেম্বর আনোয়ার হোসেন মঞ্জু মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তৃণমূল বিএনপির মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর তিনি ওই দলে যোগ দেন। এর দু’দিন পর তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন মঞ্জু জানান, তাকে বহিষ্কারের আগে তিনি নিজেই স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেন।