জুড়ীতে ফেসবুকে ধর্মীয় উস্কানির ঘটনায় মামলা

    0
    225

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৫জুন,জুড়ী প্রতিনিধিঃ জুড়ী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কাতার প্রবাসী রুপক দাসের (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফেসবুক আইডিতে পবিত্র কোরআন শরীফ এবং মুসলমানদের অবমাননাকর একটি ছবি পোষ্ট করার ঘটনায় পুলিশ বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

    জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের মৃত ভাগ্য দাসের পুত্র বর্তমানে কাতার প্রবাসী রুপক দাসের ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার পবিত্র কোরআন শরীফ এবং মুসলমানদের অবমাননাকর একটি ছবি পোষ্ট করলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন শুক্রবার বাদ জুম্মা এলাকার কয়েকটি গ্রামের মসজিদের মুসল্লিরা এ নিয়ে (প্রতিবাদ) বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। ভূয়াইবাজারে সমবেত মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহপুর,নিশ্চিন্তপুর,ভূয়াই, বাহাদুরপুর,প্রহল্লাদপুরসহ বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

    খবর পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত মুসল্লিদের শান্ত হওয়ার পরামর্শ দেন ও বিষয়টি আইনানুগভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে উত্তেজিত মুসল্লিরা শান্ত হন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা মোঃ বদরুল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমূখ।

    এব্যাপারে জুড়ী থানার ওসি জালাল উদ্দিন জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে।