জেলখানায় মাদক সরবরাহের সময় ধরা পড়েছে কবুতর

    0
    259

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪সেপ্টেম্বর,ডেস্ক নিউজঃ  আর্জেন্টিনার জেলখানায় মাদক সরবরাহের সময় হাতেনাতে ধরা পড়েছে এক কবুতর।কবুতরটিকে জেলখানার ভেতরের মাঠে নামতে দেখে সন্দেহ হয় জেল পুলিশের। পরে  কবুতরটিকে গুলি করে তার পিঠে বাঁধা একটি ব্যাগপ্যাকের ভেতর ৪৪টি ঘুমের বড়ি, সাড়ে সাত গ্রাম গাজা এবং একটি ইউএসবি ড্রাইভ পাওয়া যায়।

    গত কয়েক বছর ধরেই আর্জেন্টিনার জেলখানাগুলোকে সাবধান করা হচ্ছে যে পাচারকারীরা কবুতর ব্যবহার করে কয়েদিদের কাছে মাদক পাঠাচ্ছে। একেকটি প্রশিক্ষিত কবুতর দিনে মাদক নিয়ে ১৫ বার পর্যন্ত কারাগারে উড়ে যায়।

    ২০১৩ সালে একটি তদন্তের পর তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১৫টি কবুতর আটক করা হয়েছিল। শুধু আর্জেন্টিনা নয়, কবুতর ব্যবহার করে মাদক পাচারের প্রমাণ বিশ্বের আরো অনেক দেশেই পাওয়া গেছে। খবর সুত্র বিবিসি বাংলার।