জৈন্তাপুরে গরু ধরে নিয়ে যাওয়ায় মহাসড়ক অবরোধ

    0
    131

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মার্চ,রেজওয়ান করিম সাব্বিরঃ  ব্যবসায়ী সূত্রে জানা যায়,প্রায় ১মাস পূর্বে উপজেলার কেন্দ্রী গ্রামের ব্যবসায়ী সমির অালী দরবস্ত বাজার হতে ৪টি গরু ক্রয় করেন৷ কিছু দিন পরিচর্যার করে গতকাল ৮ মার্চ ৪টি গরু বিক্রেয়ের জন্য জৈন্তাপুর বাজারে নিয়ে যাচ্ছেন৷ এসময় ৪৮ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা বাজার সংলগ্ন রাজবাড়ী মাঠ হতে ব্যবসায়ী ৪টি গরু ধরে নিয়ে যায়৷

    গরু ব্যবসায়ী বার বার সঠিক কাগজপত্র দেখানোর পরও বিজিবি গরু গুলো চোরাকারবারী বলে ক্যাম্পে নিয়ে যায়৷ ব্যবসায়ী নিরুপায় হয়ে ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানকে জানান৷

    তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে অাসে এবং বিজিবির সাথে কথা বলেন৷ একপর্যায় বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা চেয়ারম্যানের সাথে অসদাচারণ করে৷ চেয়ারম্যানের সাথে অসদাচরনের সংবাদে এলাকাবাসী সন্ধ্যা ৬টায় সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সম্মুখে রাস্তা অবরোধ করে৷

    ফলে রাস্তার উভয় পাশ্বে শতাধিক যানবাহন অাটকা পড়ে৷

    এদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে অাসেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অাবেদীন, উপজেলা নির্বাহী অফিসার সুহেল মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, ইউপি চেয়ারম্যান শাহ অালম চৌধুরী তোফায়েল, বাহারুল অালম বাহার, ব্যবসায়ীরা৷
    বর্তমানে বিজিবি কর্তৃক জৈন্তাপুরের ব্যবসায়ীদের নানা ভাবে হয়রানির অভিযোগ তুলে ধরা হয়৷ এক পর্যায় বিজিবির ইনফরমান এই গরু গুলো সঠিক নয় বলে জানায়৷ কিন্তু বিজিবি ভারত হতে পাচাঁর করে অানা গরু প্রমান করতে ব্যার্থ হয়৷ এদিকে রাস্তা অবরোধসহ জৈন্তাপুর ক্যাম্প ও অবরোধ করে স্থানীয়রা৷
    এদিকে উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে অালাপ অালোচনা চলছে৷ এরিপোর্ট লেখা পর্যন্ত রাস্তা অবরোধ চলছিলো৷