জৈন্তাপুরে জনতার হাতে মোটরসাইকেল ছিনতাইকারী আটক

    0
    232

    সাইকেল ও চালককে উদ্ধার করে পুলিশে হস্তান্তর

    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ  সিলেটের জৈন্তাপুরের সাইট্রাস গবেষণা কেন্দ্রের ভিতর হতে হাত-পা বেঁধে মটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে ১ ছিনতাইকারী আটক। মটর সাইকেল ও চালককে উদ্ধার করে স্থানীয় জনতা। পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়।
    ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় তামাবিল হতে যাত্রী বেশে ২ছিনতাইকারী ৫শত টাকা ভাড়া নির্ধারণ করে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে নিয়ে আসে ভাড়ায় মটরসাইকেল চালক গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ ফৌরদৌস (১৭) কে। ছিনতাইকারী চক্রের সদস্যরা তাকে উপজেলার গৌরীশংকর হয়ে সাইট্রাস গবেষনা কেন্দ্রের ৮নং টিলায় নিয়ে যায়। এখানে পূর্বে থেকে অবস্থানে থাকা অপর ছিনতাইকারী ৮নং টিলায় পৌছামাত্র মটার সাইকেল চালকে হাত-পা বেঁধে মুখে গামছা পেছিয়ে গবেষণা কেন্দ্রের জঙ্গলে ফেলে দিয়ে মটর সাইকেল নিয়ে পালানোর সময় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেইটে পৌছামাত্র এলাকাবাসীর সন্দেহ হলে সাইকেল আটক করে। এসময় ২ছিনতাইকারী পালিয়ে যায় এবং ১জন জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। আটক ছিনতাইকারী জাফলং জেলা পরিষদের চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের রাশেল মিয়ার ছেলে মোঃ বিলাল হোসেন (২০)। পালিয়ে পাওয়া ছিনতাইকারী হল নলজুরী এলাকার গাড়ী মেকানিক বিমল চন্দ্র সিংহের ছেলে বিপ্লব চন্দ্র সিংহ (২০) অপর ছিনতাইকারীর নাম যানাযায়নি। মটর সাইকেল চালক মোঃ ফৌরদৌস (১৭) বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছে।
    জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ছিনতাইকারী আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, সাইকেলের মালিক লিখিত অভিযোগ দেওয়ার পর পর মামলা হিসাবে রেকর্ড করা হবে।