জৈন্তাপুরে বাল্য বিয়ে মুক্ত ঘোষনার আগের দিন বাল্য বিয়ে সম্পন্ন

    0
    187

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৩অক্টোবর,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুরে প্রশাসনের আনুষ্ঠানিক বাল্য বিয়ে মুক্ত উপজেলা ঘোষনার আগের দিন বাল্য বিয়ে সম্পন্ন।

    এলাকাবাসী সূত্রে জানাযায়- জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল কন্যাখাই গ্রামের আব্দুর রশিদের মেয়ে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ফৌজিয়া জান্নাত তাসলিমা উরফে আকলিমা বেগম এর সাথে একই উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের মোঃ হানিফের সহিত বিয়ে সম্পন্ন হয়। সচেতন মহলের প্রশ্ন যেখানে গত ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে জৈন্তাপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হল সেই ইউনিয়ন পরিষদ কি ভাবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইস্যু করছে। তাদের দাবী সংশিষ্ট উপজেলা প্রশাসন যদি সটিক উদ্যোগ না নেন তাহলে কখনও জৈন্তাপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করা সম্ববপর নন।

    এবিষয়ে সংশ্লিষ্ট কাজীর সহযোগী জানান- কনে পক্ষের লোকজন আমাদের কাছে উপযুক্ত জন্ম নিবন্ধন সনদ তুলেদেন। জন্ম নিবন্ধনের তারিখ অনুযায়ী মেয়ের বসয় প্রায় ১৯ বৎসর হওয়ায় আমরা বিয়েটি ভলিউম ভূক্ত করেছি। এছাড়া মেয়ে কোন বিদ্যালয়ে পড়া লেখা করছে না বলে আমাদের জানানো হয়েছে।

    এবিষয়ে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন- আমার বিদ্যালয়ে যতেষ্ট পরিমান ছাত্র-ছাত্রী রয়েছে। কিন্তু এবিষয়ে আমাকে কেউ অবহিত কওে নাই। যদি বিষয়টি জানতাম তাহলে প্রতিহতের ব্যবস্থা করতাম।

    এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ বলেন- এবিষয়টি আমার জানা নেই। আজ ৩ অক্টোবর সোমবার আমি ২টি বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছি। এটির সংবাদ পেলে তা ভেঙ্গে দিতাম।