জৈন্তাপুরে বিদেশী মদ সহ ১ব্যক্তি অাটকঃ৬মাসের কারাদন্ড

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫মার্চ,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধিঃ  জৈন্তাপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ সহ ১ব্যক্তিকে অাটক করে৷ নির্বাহী অাদালেত হাজির করে ৬মাসের কারাদন্ড প্রদান করে৷
    মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়- ১৪ মার্চ সোমবার বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক সেন্টারের সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক জেসমিন অাক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের রমজান মিস্ত্রির ছেলে ইয়াকুব মিয়া (৩০) কে ৪ বোতল বিদেশী মদ সহ অাটক করা হয়৷ পরে অাটককৃত ইয়াকুব মিয়া(৩০) কে সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অাদালত মুহাম্মদ খালেদুর রহমানের দপ্তরে হাজির করা হয়৷
    নির্বাহী ম্যজিষ্ট্রেট মুহাম্মদ খালেদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াকুব মিয়া নিজের দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনের দন্ডবিধি ১৯৯০(১০)১খ ধারায় ৬মাসের কারাদন্ড প্রদান করে জৈন্তাপুর থানায় প্রেরন করা হয়৷
    এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক জেসমিন অাক্তার বলেন- গোপন সংবাদের ভিত্তেত্ব অভিযান পরিচালনা করে ৪বোতল বিদেশী মদ সহ হাতে নাতে অাটক করা হয়৷ পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অাদালত জৈন্তাপুরে হাজির করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়৷