জৈন্তাপুরে বিদ্যুতের ছিড়া লাইনের স্পর্শে শিশুর মর্মান্তিক মুত্যু!

0
150

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের ছেড়া লাইন স্পর্শে এক শিশুর মৃত্যু হয়েছে ৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে মসজিদের সন্নিকটে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির একটি লাইন ছেড়ে পড়ে ৷ শিশুটি ঈদের দিনে মসজিদে যাওয়ার পথে কোন কিছু বুঝে উঠার আগে বিদ্যুৎ লাইনটি স্পর্শ করলে ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে শিশুটি মৃত্যু হয় ৷ স্থানীয় এলাকাবাসী ও নিকট আত্মীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ৷
নিহত শিশু দরবস্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামামহাইল গ্রামের রহিম উদ্দিনের ছেলে হাসান উদ্দিন (১০) ৷

শিশুর পিতা রহিম উদ্দিন বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে লাইন ছেড়ে পড়ে ৷ কিন্তু আজ আনন্দের দিন এভাবে ছেলেকে হারব কল্পনা করতে পারিনি ৷ আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ৷

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম পার্থ চক্রবর্তী বলেন, সকাল অনুমান ৮টা ৯ মিনিটের সময় খবর পাই একটি লাইন ছিড়ে পড়ে যায়৷ তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্দ করে দেওয়া হয়েছে ৷ পরবর্তীতে ছেড়ে লাইন মেরামত করা হয়েছে৷ নিহত পরিবারকে আপনাদের অফিসে পক্ষ হতে কোন প্রকার সহযোগিতা করা হয়েছে কিনা কিংবা করা হবে কি না জানতে চাইলে তিনি জানান এরকম সহযোগিতা করার সুযোগ আমাদের নেই ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিদ্যুৎ স্পর্শ করে একটি শিশুর মৃত্যু খবর পেয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সুরতহাল তৈরী করি ৷ এলাকাবাসীর অনুরোধে শিশুটির মৃতদেহ জেলা প্রশাসকের অনুমিতে স্বাজনরা নিয়ে যায়৷ তবে এঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি ৷