জৈন্তাপুরে সোশ্যাল মার্কেটিং অফ সেইপ’র কর্মশালা অনুষ্টিত

    0
    198

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৯মে,নিজস্ব প্রতিনিধিঃ  দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইসভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) বাস্তবায়ন এবং দক্ষজনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে সোশ্যাল মার্কেটিং অফ সেইপ’র কর্মশালা অনুষ্ঠিত।
    গতকাল ৯ মে সকাল ১০ টায় অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়ের আয়োজনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইসভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের প্রজেক্ট কো অডিনেটর মোঃ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে ও সোশ্যাল মার্কেটিং অফিসার আরিফুল হকের পরিচালনায় অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল মাহমুদ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মনতি রানী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা আনোয়ারুল হক, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর কর্মকর্তা আনোয়ার হোসেন, নৃ-গোষ্ঠির প্রশিক্ষণ কর্মকর্তা এম.কে নাইয়াং বাবুল, ডা. বি.এম কুদরত উল্লাহ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু সুফিয়ান, উপজেলা জামে মসজিদের ইমাম সামসুল আলম, ইউপি সদস্য সুফিয়া বেগম, রিনা বিশ্বাস প্রমুখ।
    সভায় বক্তরা বলেন- বিশ্বের শ্রম বাজারে বাংলাদেশর প্রায় ১কোটি জনশক্তি রয়েছে। আমেরিকায় ৩লক্ষ, লন্ডন ৫লক্ষ, অন্যান্য দেশে রয়েছে বাকী শ্রমশক্তি। তার মধ্যে ২০লক্ষ সিলেটি রযেছে।

    স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইসভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইপ) এর আওতায় যদি শহর কেন্দ্রিক না করে উপজেলা পর্যায়ে প্রশিক্ষনের জন্য সাব সেন্টার চালু করার মাধ্যমে যদি উপজেলা বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের বেকার জনশক্তিকে বিভিন্ন পর্যায়ে দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে শক্তিতে রুপান্তরিত করা হয় তাহলে বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব হবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।

    সেইপের কর্যক্রমে মাধ্যমে কিভাবে মানব সম্পদকে দক্ষ সম্পদে রুপান্তরিত করা যায় সেই বার্তা সকলের নিকট পৌছে দিবেন।