জৈন্তাপুরে ৩গাজা বিক্রেতা পুলিশের হাতে অাটক

    0
    194

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫মার্চ,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:জৈন্তাপুরে মাদক নিমূলের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে ৩গাজা বিক্রেতা অাটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ৷

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় ১৪ মার্চ বিকাল ৩টায় জৈন্তাপুর  বাস ষ্টেশন সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করে ৩জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভারতীয় শিলং তীরের মালিক  গাজা বিক্রয় কালে অাটক করে৷ অাটককৃতরা হল জৈন্তাপুর উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামের রেনু মিয়ার ছেলে কয়েছ মিয়া (২৮), একই গ্রামের মৃত মগলাই মিয়ার ছেলে অাব্দুস শুকুর (৩০) একই গ্রামের অাব্দুর রহমানের ছেলে সুহেল অাহমদ (২৮)৷
    এলাকাবাসী অারও জানান এরা দীর্ঘ দিন হতে সীমান্তের অপার হতে ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাত দ্রব্য বাংলাদেশে এনে যুব সমাজকে ধ্বংস করছে৷ এছাড়া অাটককৃতরা ভারতীয় শিলং তীরের টুকেন ব্যবসা করে অাসছে৷ ইতো মধ্যে কয়েক দফা শিলং তীরের বই সহ পুলিশ, ডিবি পুলিশের হাতে অাটক হন৷ পরে স্থানীয় মোবাইল কোর্টের মাধ্যেমে অর্থ দন্ড দিয়ে ছাড়া পায়৷ কিন্তু ছাড়া পাওয়ার পর হতে তারা বীরদর্পে তাদের কার্যক্রম পরিচালনা করে অাসছে৷
    এদিকে মাদক নিমূলের অঙ্গীকার নিয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা নিয়মিত অভিযানে অব্যহৃত রাখে৷ ১৪ মে উপজেলা সদরে অভিযান পরিচালনা করে ভূমি অফিস সংলগ্ন এলাকা হতে তাদেরকে অাটক করে মডেল থানা পুলিশ৷
    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ডরএস.অাই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন জানান অাটককৃতদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে৷