জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও পিয়াজ আটক

0
95

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজসহ ১টি ডিআই ট্রাক ও ১টি এইচ পিকআপ গাড়ী আটক করা হয় ৷

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম এর সরাসরি নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন ৷
২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় (২৮ ফেব্রুয়ারি) সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ১টি এইচ পিকআপ গাড়ী আটক করা হয় ৷

অপরদিকে রাত ১টা ৩০ মিনিটে সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ হতে ২০ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজ সহ একটি ডিআই ট্রাক আটক করা হয় ৷ দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়ী চালকসহ চেরাকারবারী দলের সক্রিয় সদস্যরা গাড়ী রেখে পালিয়ে যায় ৷

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে আমি পৃথক পৃথক অভিযান পরিচালনা করি ৷ অভিযানে ২টি গাড়ীসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পিয়াজ আটক করেছি ৷ এবিষয়ে দুটি পৃথক মামলা করা হবে ৷ আমাদের অভিযান অব্যাহত থাকবে ৷