জৈন্তাপুর লালাখাল সীমান্ত বিএসএফ’র গুলিতে ১জন নিহত, আহত-২

0
140

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের লালাখাল সারীনদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে বিএফএফ এর গুলিতে ১জন নিহত, ২জন আহত হয়েছেন ৷

এলাকাবাসী সূত্রে জানাযায় বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬ টায় সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় বিএসএফ চোরাকারবারী মনে করে গুলি চালায় ৷ এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মির্জান মিয়া (২২) ৷

স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন ৷ আহতদের মধ্যে গুরুত্বর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷ সেখানে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন ৷
এদিকে অপর আহত দুইজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ৷
এলাকাবাসী হোসেন আহমদ, জামাল মিয়া, রুবেল আহমদ, ফয়ছল আহমদ সহ অনেকেই জানান, বিজিবি’র টহল জোরদার থাকার পর সীমান্তে ভারতীয় চোরাকারবারী ও পাথর উত্তোলনকারী কিভাবে নৌকা নিয়ে প্রবেশ করে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান ৷

এঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পে একাধিকবার যোহাযোগ করা হলে মুটোফোন রিসিভ করা হয়নি ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷