ঝড়ের তান্ডব কুমিল্লায় গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

0
241

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ পরে একই পরিবারের ৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।বিদ্যুৎ না থাকায় অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়ক থেকে গাছ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন।কুমিল্লা-চাঁদপুর সড়কের মুজাফফরগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে। কুমিল্লা বরুড়ার আমড়াতলীতে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফর্মের আম গাছ উপড়ে রেললাইনের ওপর পড়েছে।
নগরীর ফৌজদারি গণপূর্ত ভবনের সামনে রাস্তায় গাছ পড়ে আহত একজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। নগরীর ১৭ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর গোবিন্দ পুকুরপাড় এলাকায় ঘরের চাল উড়ে বৈদ্যুতিক তারের ওপরে ঝুলে আছে।
সদরের আমড়াতলীত জামবাড়িতে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বিদ্যুতের মেইন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। নাঙ্গলকোটের মাহিনীতে গাছ পড়ে ভেঙেছে রাইস মিলের ছাউনি, কবরস্থানের দেয়াল ভেঙে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সকল পরীক্ষা বন্ধ ঘোষণা (আজকের)

ঘূর্ণিঝড়টি কুমিল্লার উপর দিয়ে বাংলাদেশে অতিক্রম করে ত্রিপুরার দিকে অগ্রসর হবে বলে জানায় আবহাওয়া বিশ্লেষকরা।বিস্তারিত আসছে